GuidePedia

0
জীবনের চরম বাস্তবতা 

তোমার বয়স যখন ১৮ থেকে ২১ এর মধ্যে থাকবে, তুমি অনেক বন্ধু হারিয়ে ফেলবে।
তুমি অনেক ভুল করবে। তুমি ব্যর্থ হবে। তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করবে।

তুমি বাস্তবতা বুঝতে শুরু করবে। মাঝে-মধ্যে নিজেই নিজেকে চিনতে পারবে না। তুমি অনেক কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে যেমন- হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা তোমাকে ছাড়তেই চাইবে না।

যাদেরকে তুমি এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ বলে জানতে-চিনতে, তারাও তোমার বিশ্বাস ভেঙে ফেলবে। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তারপর তুমি অনেক কান্না-কাটি করবে। তুমি এমন কিছু করবে, যা করার চিন্তা তুমি কখনো করোই নি। সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসবে।

Gf/Bf তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি দিনের পর দিন ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাবে। একই পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকেই যায়। 
কোনো মোটিভেশন তোমার এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানো সময় তোমার মনে পড়বে। আর তুমি কষ্ট পেতে থাকবে।

কিন্তু বেশিদিন না, ৬ মাস বা একবছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে। যেই তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে, ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে। তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে
এবং পিছনে ফিরে হাঁসবে ওদেরকে দেখে।
সবকিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে। তুমি তারপর থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে।

জীবন তোমাকে একটু কষ্ট দিবে, কারণ নাহলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না।
তোমাকে হতাশ হলে চলবে না।

এটাই মানুষের জীবন, এটাই বাস্তবতা।


Ref: net Copy


Next
This is the most recent post.
Previous
পুরাতন পোস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top