আল্লাহর যিকিরের ফজিলত
কুতায়বা ইবনে সাঈদ(রঃ)......... আবু হুরায়রা (রাঃ) হতে বর্নিত। রাসূলুল্লাহ
(সাঃ) বলে আল্লাহর একদল ফেরেশতা আছেন, যারা আল্লাহর যিকরে রত লোকদের
তালাশে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করেন। যখন তারা কোথাও আল্লাহর যিকরে রত
লোকদের দেখতে পান, তখন তাদের একজন অন্যজন কে ডাকাডাকি করে বলেন, তোমরা নিজ
নিজ কর্ম সম্পাদনের জন্য এদিকে চলে এসো । তখন তারা সবাই এসে তাদের ডানাগুলো
দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটস্থ আসমান পর্যন্ত । তখন তাদের রব তাদের
জিজ্ঞাসা করেন (অথচ এ সম্পর্কে তিনি ফেরাশ্তাদের চাইতে বেশ
জানেন) আমার বান্দারা কি বলছে ? তখন তারা জবাব দেন, তাঁরা আপনার পবিত্র
বর্ননা করছে, তাঁরা আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ করছে, তাঁরা আপনার প্রশংসা
করছে এবং তাঁরা আপনার মাহাত্ব্য বর্ননা করছে । তখন তিনি জিজ্ঞাসা করবেন,
তাঁরা কি আমাকে দেখেছে? তখন তাঁরা (ফেরেশতারা) বলবেন হে আমাদের রব আপনার
কসম! তাঁরা আপনাকে দেখেনি। তিনি বলবেন আচ্ছা, তবে যদি তাঁরা আমাকে দেখতো?
তাঁরা (ফেরেশ্তারা) বলবেন, যদি তাঁরা আপনাকে দেখত, তবে তাঁরা আরো বেশি
আপনার ইবাদাত করত, আরো অধিক আপনার মাহাত্ব্য বর্ননা করত আর বেশি বেশি আপনার
পবিত্রতা বর্ননা করত । বর্নিনাকারী বলেন, তিনি বলবেন তাঁরা আমার কাছে কি
চাই ? তাঁরা (ফেরেশতারা) বলবেন, তাঁরা আপনার কাছে জান্নাত চায় । তিনি
জিজ্ঞাসা করবেন, তাঁরা কি জান্নাত দেখেছে ? ফেরেশ্তারা বলবেন না! আপনার
সত্তার কসম! হে রব ! তাঁরা তা দেখেনি । তিনি জিজ্ঞাসা করবেন, যদি তাঁরা তা
দেখত তবে তাঁরা কি করত ? তাঁরা (ফেরেশতারা) বলবেন, যদি তাঁরা তা দেখত তাহলে
তাঁরা জান্নাতের আরো বেশি লোভ করত, আরো অধিক চাইত এবং এর জন্য আরো অতিশয়
উতসাহী হয়ে উঠত । আল্লাহ তায়ালা জিজ্ঞাসা করবেন, তাঁরা কিসের থেকে আল্লহর
নিকট আশ্রয় চাই ? ফেরেশতাগন বলবেন, জাহান্নাম থেকে । তিনি জিজ্ঞাসা করবেন,
তাঁরা কি জাহান্নাম দেখেছে ? তাঁরা(ফেরেশতারা) জবাব দেবেন, আল্লাহর কসম! হে
রব! তাঁরা জাহান্নাম দেখেনি । তিনি জিজ্ঞাসা করবেন, যদি তাঁরা তা দেখত,
তখন তাদের কি হত ? তখন তাঁরা (ফেরেশতারা) বলবেন, যদি তাঁরা তা দেখত, তবে
তাঁরা এ থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে সাংঘাতিক ভয় করত । তখন আল্লাহ
তায়ালা বলবেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের মাফ করে দিলাম । তখন
দেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভূক্ত
নয় । বরং সে কোন প্রয়োজনে এসেছে আল্লাহ তায়াল বলবেন, তাঁরা এমন
উপবিষ্টকারীবৃন্দ যাদের বৈঠকে অংশগ্রহনকারী বিমূখ হয় না।
সূত্র- সংগ্রহীত
একটি মন্তব্য পোস্ট করুন