এক লোকের বাসায় ডাকাত ঢুকেছে . . .
বাড়ির কর্তা ভয়ে খাটের নিচে লুকিয়ে রইল আর বউ কে পাঠিয়ে দিল ডাকাতদের সামনে . . .
ডাকাত সর্দার ঐ বউ কে ধরে বলল, “ সোনা ~ দানা যা আছে দিয়া দে !! ”
ঐ বউ উত্তর দিল,
“ আমার কাছে তো সোনা ~ দানা কিছু নাই তবে আমার পিছনে খাটের নিচে আমার স্বামী লুকিয়ে আছে তার কাছে ১টা সোনা ও ২টা দানা আছে!!
ওগুলান নিয়া যান কারন ওগুলা কোনো কাজেরই না!! ” :-P
মজার তো কৌতুকটি
উত্তরমুছুন